নিজস্ব প্রতিবেদক:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি, বিচারহীনতা ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি বাস্তবায়নের দাবীতে গাজীপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিমুলতলী কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট এর শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ মার্চ) সকালে এটিআই ক্যাম্পাসে শিক্ষার্র্থীদের ব্যানারে ধর্ষকের দ্রুত শাস্তি নিশ্চিত করার পাশাপাশি জনসম্মুখে তাদের শাস্তির দাবিতে এ মানববন্ধন, বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন-বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ জাতীয় ঐক্য পরিষদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ এর সদস্য ও ২২-২৩ সেশনের শিক্ষার্থী মোঃ তানজিল হোসেন সৈকত। বক্তব্যে সৈকত বলেন, সম্প্রতি সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং নারীর বিরুদ্ধে শারীরিক, মানসিক নিপীড়নের ঘটনা আশঙ্কাজনকহারে বেড়ে গেছে। নারীকে বিভিন্নভাবে যৌন হেনস্তার শিকার হতে হচ্ছে। এসব ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন, উৎকণ্ঠিত এবং আতঙ্কিত।
ধর্ষকদের শাস্তি বাস্তবায়নের দাবীতে ২১-২২ সেশনের শিক্ষার্থী মো. শাহীন আহমেদ রাফি বলেন, সারাদেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে ভবিষ্যতে এমন ঘটনা আরও ঘটতে থাকবে। সম্প্রতি সারা দেশেই ধর্ষণের ঘটনা আশংকাজনক হারে বেড়ে চলেছে। আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচারের দাবি জানাচ্ছি। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিক এবং ধর্ষকদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না।
এছাড়াও মানববন্ধনে কৃষি প্রশিক্ষন ইনস্টিটিউট এর সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply