নিজস্ব প্রতিবেদক:
পবিত্র মাহে রমজান উপলক্ষে এতিম, অসহায়, ভাসমান ও সুবিধা বঞ্চিতদের জন্য মাসব্যাপী গণ ইফতারের আয়োজন করেছে গাজীপুর মহানগর বিএনপি। রবিবার বিকেলে টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দুই হাজার মানুষের জন্য এই গণইফতারের আয়োজন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিনের তত্ত্বাবধানে গণইফতারে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে লন্ডনে চিকিৎসারত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
আয়োজকরা জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের বাঁধা ও দমন পীড়নের কারণে বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে জনগণের জন্য কিছু করতে পারেনি। ৫ই আগষ্ট গণঅভ্যুত্থানে স্বৈরাচার সরকারের পতনের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের জনসম্পৃক্ততা বাড়ানোর নির্দেশনা দিয়েছেন। তারই অংশ হিসেবে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির উদ্যোগে মাসব্যাপী গণইফতারের আয়োজন করা হয়েছে। গাজীপুর মহানগরীর ছয়টি পৃথক স্থানে মাসব্যাপী এই ইফতারের আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
Leave a Reply