নিজস্ব প্রতিবেদক :
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকাল ১১ টা ৩০ মিনিটে টঙ্গী কলেজগেট এলাকায় টঙ্গী সরকারি কলেজের মূল ফটকের সামনে এ মানববন্ধন করেন সরকারি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা।
মানববন্ধনে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন।
এসময় আরও উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেমিনুর রহমান, সরকারি কলেজের ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী এমএইচ আরিফ, মেহেদী হাসান রোমান, ইমতিয়াজ আহম্মেদ সিজান, আলাউদ্দিন সুমন, জীবন আরিফ, মো সিফাত খান, ছাত্রদলের আনিকা আক্তার, আনিকা অনু ও নুসরাত জাহান প্রমুখ।
এসময় গাজীপুর মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরন বক্তব্যে বলেন, ধর্ষকদের ৪৫ দিনের মধ্যে বিচার করতে হবে। প্রতিটা ধর্ষকের বিচার যেনো জনসম্মুখে করা হয়। এমন বিচার করতে হবে যেনো ভবিষ্যতে অন্য কোন ধর্ষক ধর্ষণ করার আগে তার রুহু কেপে যায়।
প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা অনেক সময় প্রয়োজনে প্রশাসনকে দ্রুত সময়ের মধ্যে পদক্ষেপ নিতে বললে আপনারা কালক্ষেপণ করেন যা আপনাদের কাছে আমাদের কাম্য নয়। তাহলে আমরা ধরেই নিবো যে আপনারা ফেসিস্ট আওয়ামী দোসরদের সমর্থন করছেন। আপনাদের কার্যক্রম যদি এমনই হয় পরবর্তীতে কিন্তু আবারো জনগণের বিস্ফোরণের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে।
অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন করতে না পারেন তাহলে নির্বাচন দিয়ে আপনারা পদত্যাগ করুন।
Leave a Reply