1. admin@dainikvoreralobd.com : voreralobd :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে অধ্যাপক এম.এ মান্নান এর তৃতীয় মৃত্যু বার্ষিকী পালন করা হয়। গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত

গাজীপুরে অ্যালুমিনিয়াম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে

  • প্রকাশিত : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৬ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের ডুয়েট গেট এলাকায় অবস্থিত এ্যালটেক অ্যালুমিনিয়াম নামের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটের দিকে স্টিলটেক নামের কারখানার প্রথম ইউনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুনের সূত্রপাত হয় কারখানার বয়লার সেকশনে। কারখানায় থাকা রং ও অন্যান্য দাহ্য পদার্থের কারণে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের শেডগুলোতে। আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দূর থেকে দেখা যায়। আবাসিক এলাকায় অবস্থিত কারখানাটির আগুনে আশপাশের ভবনগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসিন্দারা মূল্যবান জিনিসপত্র নিয়ে নিরাপদ স্থানে চলে যান।

স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আবাসিক এলাকায় এ ধরনের কারখানা থাকা খুবই ঝুঁকিপূর্ণ। পাশে কয়েকটি মার্কেট ও ভবন রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে বড় দুর্ঘটনা ঘটতে পারত।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, কারখানার এই ইউনিটে অ্যালুমিনিয়ামের বার রং করা হয়। এখানে প্রায় বিশজন শ্রমিক কাজ করেন, তবে ভাগ্যক্রমে কেউ হতাহত হয়নি। তিনি আরও জানান, “নতুন ইউনিট চালুর পর এই ইউনিটের পানির লাইন সরিয়ে ফেলা হয়েছিল, যা আগুন নেভানোর কাজে বিঘ্ন সৃষ্টি করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ও ভোগড়া মডার্ন ফায়ার সার্ভিসের তিনটিসহ মোট ছয়টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যাক্টরির ওভেনের চিমনি থেকে স্পার্ক হয়ে আগুনের সূত্রপাত হয়। তদন্তের পর সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি