নিজস্ব প্রতিবেদক: ১০০ জন পরিছন্নতাকর্মী নিয়োগ দেবে গাজীপুর সিটি করপোরেশন। ১৭ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে এ মাসের শেষদিন পর্যন্ত। অস্থায়ী এই চাকরির জন্য আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: পরিষ্কার-পরিচ্ছন্নতাকর্মী।
পদসংখ্যা: ১০০টি।
যোগ্যতা: ৫ম শ্রেণি পাস। হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: ১৮-৫৮ বছর।
বেতন: দৈনিক মজুরি হারে বেতন। কাজ না করলে অর্থ পাবেন না।
আবেদন পদ্ধতি: প্রার্থীকে আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতা/স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্মতারিখ, জাতীয়তা, ধর্ম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল ফোন নম্বর ইত্যাদি স্পষ্টভাবে উল্লেখ করে ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: প্রশাসক, গাজীপুর সিটি করপোরেশন।
আবেদনের শেষ সময়: ৩০ এপ্রিল ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি
Leave a Reply