মামুন হোসেন সরকার
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটে পাটগ্রামে ঝড়ে ক্ষতিগ্রস্থ প্রায় ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রালয় হতে প্রাপ্ত এসব খাদ্য সামগ্রী পাটগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে বিতরণ করা হয়। রোববার ও শনিবার পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জিল্লুর রহমান উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ সব খাদ্রসামগ্রী বিতরণ করেন । এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আতাউর রহমান, জগতবেড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হাবিবুর রহমান মন্ডল প্রমুখ।
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: জিল্লুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রæত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) এইচ এম রকিব হায়দার স্যার আশ্বস্থ করেছেন ঝড়ে ক্ষতিগ্রস্থদের আরও খাদ্যসহায়তা দিবেন ।
Leave a Reply