1. admin@dainikvoreralobd.com : voreralobd :
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
গাজীপুরে বলাৎকারের অভিযোগ এনে সকালে ইমামকে গণপিটুনি, রাতেই কারাগারে মৃত্যু জাল সনদে চাকরি: কাপাসিয়ায় দুই মাদ্রাসা শিক্ষকের এমপিও স্থগিত গাজীপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন গাজীপুরে রাতের অন্ধকারে মাটি কাটার দায়ে ১০ জনের কারাদণ্ড গণধোলাইয়ের শিকার ইমামের কারাগারে মৃত্যু পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বুড়িমারী আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে যাত্রী কল্যাণ পরিষদের সংবাদ সম্মেলন গাজীপুরে পাওনা টাকা চাইতে গিয়ে বড় ভাইয়ের হুমকিতে এলাকাছাড়া ছোট ভাইয়ের সংবাদ সম্মেলন গাজীপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মী লাঞ্ছিত পূবাইলে ঘুমের ওষুধ খাইয়ে শিশুকে বলাৎকার, ইমাম গ্রেফতার

বিএনপির নাম ভাঙিয়ে টঙ্গীর করইতলা বস্তি দখলের পায়তারার অভিযোগ শামীম-টুটুলের বিরুদ্ধে

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ৩৯ বার পাঠ করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
শিল্পনগরী টঙ্গীতে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় এখানে গড়ে উঠেছে বেশকিছু বস্তি। গাজীপুর সিটি কর্পোরেশন ৫৩ নং ওয়ার্ড করইতলা বস্তি মূলত সরকারের অধিগ্রহণকৃত শিল্প প্লটের জমি। যাহা ১৯৬২ সনে ডিআইটি শিল্প প্লট এর জন্য অধিগ্রহণ করে থাকে। এই সকল প্লটে কিছু সংখ্যাক শিল্প কারখানা নির্মাণ হলেও অধিকাংশ প্লটগুলো ছিল ফাঁকা। যার সুবাদে কিছু অসহায় গৃহহীন মানুষ এখানে প্রায় ২৫-৩০ বছর যাবত বসবাস ও ফসল আবাদ করে জীবিকা নির্বাহ করে আসছে।

গত বছরের জুলাই বিপ্লবে ৫ আগস্ট সরকার পতনের পর আউচপাড়া এলাকার শামীম বেপারী ও দেওড়া এলাকার টুটুল গাজীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী তাদের নিজেদের পৈত্রিক সম্পত্তি দাবি করে। কড়ইতলা বস্তিতে গিয়ে সেখানে বসবাসরত লোকজনকে হুমকি ধামকি দিয়ে জোরপূর্বক গরুর গোয়াল ঘরে ঘোড়া রেখে এলাকার মানুষকে ভয়-ভীতি দেখাচ্ছে।

বস্তিতে বসবাসরত বিভিন্ন লোকজনের কাছে জোরপূর্বক টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে শামীম বেপারী ও টুটুল গাজীর বিরুদ্ধে। এমনকি ডোবা জমিগুলোতেও তাদের দখল নিয়ে মাছের প্রজেক্ট গড়ে তোলার প্রমাণও পাওয়া গেছে। বস্তির মানুষের উপর হয়রানি দখলবাজীর বিরুদ্ধে বসবাসরত মাহী নামে এক ভুক্তভোগী আইনগত সহযোগিতা পাওয়ার জন্য টঙ্গী পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

ভুক্তভোগী জানান, থানায় সাধারণ ডায়েরি করার কারণে পুলিশের সামনে আমাকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য প্রকাশ্য হুমকি দেওয়া হয়। জিডি তুলে না নিলে আমাকে লাঞ্ছিত করার হুমকি দিয়েছে। ভুক্তভোগী আরও জানান, আমরা গরিব মানুষ, সরকারি জায়গায় বসবাস করছি, সরকার যখন চাইবে আমরা চলে যাব। টুটুল ও শামীম তাদের সম্পত্তি দাবি করে এখানে এসে ভাড়া চায়।

সরকার যেহেতু এই জমি অধিগ্রহণ করে নিয়ে গেছে তাহলে তো তাদের আর কোন মালিকানা থাকার কথা নয়। এছাড়াও এরা এত বছর কোথায় ছিল এখন হঠাৎ করে এসে আমাদের উপরে নির্যাতন শুরু করে দিয়েছে আমরা তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে চাই। পুলিশ এ পর্যন্ত আমাদের কোন সহযোগিতা করতেছে না।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে টুটুল গাজী বলেন, আমাদের ওই খানে ৫০ বিঘা জমি আছে এ বিষয়ে আপনি শামীম বেপারীর সাথে কথা বলেন। এ বিষয়ে শামীম বেপারি জানান ওই জমিগুলো আমাদের দাগে রয়েছে, বিগত ১৭ বছরে আওয়ামীলীগের একটি গ্রুপ জোর করে দখল করে খেয়েছে, আমরা দখল মুক্ত করতে ওই খানে গিয়েছি।

যেহেতু জমি আমাদের মালিকানা রয়েছে। সরকারি জমি আপনাদের হয় কিভাবে এমন প্রশ্নের জবাবে বলেন, সরকারের কাছে আমাদের কিছু বিল পাওনা রয়েছি। এছাড়া যারা ঘর দুয়ার নির্মাণ করেছে তাদের আমরা কিছু ক্ষতিপূরণ দিব। অভিযোগ উঠেছে বিএনপির প্রভাবশালী নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা পরিচয়ে চাঁদাবাজি, দখলবাণিজ্য করে বেরাচ্ছে শামীম বেপারি।

এ বিষয়ে রাজউকের কর্মকর্তা জানান, আমাদের শিল্প বাণিজ্যিক প্লটগুলো পর্যায়ক্রমে বরাদ্দ হচ্ছে, আমাদের প্রয়োজনে কোন স্থাপনা থাকলে তা উচ্ছেদ করা হবে। এই জমিতে কারো মালিকানা দাবি করার কোন সুযোগ নাই, কারও অধিগ্রহণ বিল বকেয়া থাকলে সেটা নিয়মমাফিক অবশ্যই পেয়ে যাবে। তবে এ বিষয়টি আমার জানা নাই।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইসকান্দার হাবিবুর রহমান জানান, যিনি অভিযোগ করেছেন তাকে আসতে বলেন। অভিযোগ তদন্তকারী কর্মকর্তা হিসেবে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমার জানা নেই। তবে তদন্তকারী কর্মকর্তাকে বলবো প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি