ফজলুল কাদের
নোয়াখালী প্রতিনিধি
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে সংহতি সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘স্টপ জেনোসাইড, সেইভ গাঁজা’ স্লোগানকে প্রতিপাদ্য করে মঙ্গলবার (০৮ এপ্রিল ২০২৫) নোবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল উপস্থিত ছিলেন।
সংহতি সমাবেশ ও মানববন্ধন থেকে ইসরায়েলি পণ্য বর্জনের ডাক দিয়ে হাটবাজারের বিপণী বিতান গুলোতে এসব পণ্য কেনাবেচা না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দরা।
এছাড়াও বিভিন্ন বানিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এসময় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সংহতি সমাবেশ ও মানববন্ধনে জাতিসংঘ-সহ আন্তর্জাতিক মহলকে ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান বিক্ষোভে অংশগ্রহণকারীরা।
Leave a Reply