নিজস্ব প্রতিবেদক:
গাজায় ইসরায়েলি বাহিনীর নির্মম হামলার প্রতিবাদে সোমবার টঙ্গী পূর্ব থানা হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ বিক্ষোভে বিভিন্ন স্লোগান ও ফেস্টুন ব্যানারে “ইসরায়েলি সকল পণ্য বয়কট আহ্বান জানানো হয়। হেফাজতে ইসলামীর নেতারা ব্যানার, ফেস্টুন,প্ল্যাকার্ড হাতে নিয়ে এই আহ্বান জানান। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি গাজার পরিস্থিতি নিয়ে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে -৫৭ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক, বিএম শামীম বলেন “আমরা গাজায় নিরীহ মানুষের ওপর হামলা এবং হত্যাকাণ্ডের কঠোর প্রতিবাদ জানাই। এ ধরনের নৃশংসতা মেনে নেওয়া যায়না।
এছাড়াও মিছিল কারীরা ইসরায়েলি সরকারের প্রতি নিজেদের ক্ষোভ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন হামলা বন্ধের জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।
এই প্রতিবাদ মিছিলে টঙ্গীর বিভিন্ন মসজিদের ইমাম খতিব ও মুসল্লিরা অংশ গ্রহণ করেন।হেফাজত ইসলামের ব্যানারে উল্লেখযোগ্য আলেম-ওলামাদের মধ্যে উপস্থিত ছিলেন, ভরান জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা কেরামত আলী, টঙ্গী এয়ার ট্রাভলসের ব্যবস্থাপনা পরিচালক মুফতি মোঃ ইয়াকুব আলী, খেলাফত মজলিস গাজীপুর মহানগর সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, জহিরুল ইসলাম সিকদার, টঙ্গী নতুন বাজার জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি মাওলানা জুনায়েদ হাবিব, বাইতুল নাঈম জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, মুফতি আরিফুল ইসলাম, জামিয়া গাফফারিয়া মাদ্রাসার মোহতামিন মাওলানা হাফিজুল্লাহ কাশেমী,অলিম্পিয়া টেক্সটাইল মিলস জাম মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মোঃ তোহা, মাওলানা মাহমুদুল হাসান ফরিদি,মাওলানা সাব্বির হোসেন, মাওলানা মোঃ তাজুল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জুবায়ের আহম্মেদ, মাওলানা মোঃ ইব্রাহিম, মাওলানা মোঃ সিরাজুল ইসলাম,সহ ইসলাম প্রিয় টঙ্গীর বিভিন্ন স্তরের শান্তি প্রিয় মানুষ।
Leave a Reply