নিজস্ব প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে রেলওয়ে ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। ধারণা করা হচ্ছে, চলন্ত ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে।
শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালীগঞ্জের দেওপাড়া এলাকার কালীগঞ্জ – ঘোড়াশাল রেল ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্থানীয়রা কালীগঞ্জ – ঘোড়াশাল রেলওয়ে ব্রীজের নিচে বালুর মধ্যে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে নরসিংদীর রেলওয়ে পুলিশ এসে বেলা সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের পরনে ছিল ফিরোজা নীল রঙের ফুল হাতা গেঞ্জি ও গাঢ় নীল রঙের ট্রাউজার। পোশাকগুলো ছিল মলিন, ধুলো মাখা এবং কিছু অংশ ছেঁড়া।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোঃ জহিরুল ইসলাম বলেন, “ধারণা করা হচ্ছে, ঢাকা থেকে ছেড়ে আসা কোনো ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। নিহতের ডান পা ভেঙে গেছে।
এছাড়াও মাথা ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেন থেকে পড়ে যাওয়ার সময় হয়তো সে এসব আঘাত পেয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”
•
Leave a Reply