স্টাফ রিপোর্টার
টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে। আহত গৃহবধূ নিলুফা বেগম (৩৬) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত জুলহাস মন্ডল (৪০) একজন প্রভাবশালী ব্যক্তি। তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয় ছিলো এবং বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি।
যিনি দীর্ঘদিন ধরে নিলুফা বেগমের জমি দখলের চেষ্টা করে আসছেন। তাদের মধ্যে এ বিষয়ে আদালতে মামলা চলমান রয়েছে।
গত ২ এপ্রিল সন্ধ্যা ৬ টার দিকে নিলুফা বেগম তার নিজ বাসায় অবস্থানকালে অভিযুক্ত জুলহাস মন্ডল সেখানে উপস্থিত হয়ে তাকে বাসা থেকে জোরপূর্বক উচ্ছেদ করার হুমকি দেন। নিলুফা বেগম প্রতিবাদ করলে জুলহাস তার পরনের কাপড় ছিঁড়ে বিবস্ত্র করে মারধর করেন এবং লোহার ধারালো টিনের ওপর ফেলে দেন। এতে নিলুফা গুরুতর আহত হন এবং তার মাথায় মারাত্মক রক্তাক্ত জখম হয়। পরে তিনি টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
নিলুফা বেগমের অভিযোগ, অভিযুক্ত জুলহাস মন্ডল এর আগেও তাকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তবে এবার তিনি আদালতের নির্দেশ উপেক্ষা করে প্রকাশ্যে হামলা চালিয়েছেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ ইস্কান্দার হাবিবুর বলেন, “ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী পরিবার ন্যায়বিচারের দাবি জানিয়ে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তারের আহ্বান জানিয়েছেন।
Leave a Reply