নিজস্ব প্রতিনিধি
গাজীপুরের ভোগড়া ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি করার সময় ১ জন ভুয়া ডিবি পুলিশকে আটক করেছে জিএমপি বাসন মেট্রো থানা পুলিশ।
মঙ্গলবার (১লা এপ্রিল) রাত ১১ টা ৪০ মিনিটে মহানগরীর বাসন থানাধীন ১৫নং ওয়ার্ড ভোগড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামী রিপন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আলী আকবরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আটককৃত রিপন বিভিন্ন এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যবসায়ীদের আটক ও গ্রেফতারের ভয় দেখিয়ে চাঁদাবাজি করে আসছিলেন।
রাতে আটককৃত রিপন জিএমপি বাসন থানা ১৫নং ওয়ার্ডের ভোগড়া এলাকায় এক ব্যবসায়িকে ডিবি পুলিশ পরিচয়ে ভয় ভীতি দেখিয়ে দোকান বন্ধ করতে বললে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দিলে জিএমপি বাসন মেট্রো থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে রিপন কে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
এ সময় রিপনের কাছ থেকে ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ডসহ ডিবি পুলিশের বিভিন্ন আলামত উদ্ধার করে।
এবিষয়ে জিএমপি বাসন মেট্রো থানা অফিসার ইনচার্জ ভোরের আলো প্রতিনিধি কে বলেন রাত এগারোটায় ভোগড়া এলাকাবাসী মুঠোফোনে ফোন করে একজন ভুয়া ডিবি পুলিশ আটকের খবর দিলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
Leave a Reply