ডেস্ক রিপোর্ট
‘গত ২৪ মার্চ ২০২৪, “দৈনিক সত্য প্রকাশ” “দৈনিক তালাশ টাইম অনলাইনে নিউজ পোর্টালে “গাজীপুরে সাংবাদিকতার আড়ালে ভয়ংকর নারী লোভী ইব্রাহীম” শিরোনামে একটি ভিত্তিহীন, অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হয়েছে। যা বাস্তবতার সাথে কোনো মিল নেই বলে জানিয়েছেন জাতীয় দৈনিক ভোরের আলো পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোঃ ইব্রাহীম খলিল।
প্রতিবাদের এক বিবৃতিতে ইব্রাহীম খলিল বলেন, সংবাদটি দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়েছি, যখন দেখলাম আপনার অনলাইনে নিউজ পোর্টালে আমার ছবি দিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। তখন থেকে এ বিষয়টি নিয়ে আমি অত্যন্ত বিব্রতকর। পূর্বের ষড়যন্ত্রমূলক কিছু ঘটনা নিয়ে সাম্প্রতিক সময়ে একটি মহল পরিকল্পিতভাবে বিভিন্ন গ্রুপে পোস্ট দেওয়া হচ্ছে। যা আপত্তি ও মানহানিকর। পেশাদার সাংবাদিকদের ব্যাক্তিত্ব নিয়ে এ ধরনের অনৈতিক, অবৈধ ও মানহানিকর অপপ্রচার কোনভাবেই কাম্য নয়। এই অপপ্রচারের নেপথ্যে কারা রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তা খতিয়ে দেখা উচিত। এভাবে অপপ্রচার অব্যাহত থাকলে সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনের মাধ্যমে এর জবাব দেবে।
ইব্রাহীম খলিল আরও বলেন, অন্যের প্ররোচনায় এমন মিথ্যা ও বানোয়াট লেখায় সমাজে, বিশেষ করে সাংবাদিক সমাজ নিয়ে জনমনে নিতিবাচক প্রভাব পরছে। এতে শুধু ব্যক্তি আমিই ক্ষতিগ্রস্থ হইনি, সাংবাদিক সমাজকেও কুলুষিত করা হয়েছে। এমতা অবস্থায় প্রকাশিত তথ্যে সংশোধন করে সত্য তথ্য প্রকাশ করা জরুরি বলে মনে করি। ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে আরও সতর্ক ও যতœশীল হওয়ার কথা জানিয়েছে তিনি। পরিশেষে সবিনয়ে আমি বলতে চাই “দৈনিক সত্য প্রকাশ” আমার নামে প্রকাশিত মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত লেখাটি সড়িয়ে সত্য ঘটনাটি তুলে ধরে একজন পেশাদার সাংবাদিকের পাশে দাড়াঁনোর জন্য অনুরোধ জানাই।
-মোঃ ইব্রাহীম খলিল
ব্যবস্থাপনা সম্পাদক
দৈনিক ভোরের আলো
Leave a Reply